Monday, April 28, 2014

এ সব স্বপ্ন মোদের - Ankur Chakraborty


এ-ও বা হয়তো এক ধরণের খেলা;
একটা বই, আটজোড়া চোখ তাতে
লেগে আছে, কাঁপছে চোখের পাতা,
উলটে যাচ্ছে আলতো-ছোঁয়ার হাতে।


এ-ও বা হয়তো এক ধরণের খেলা;
একটা বল, ছোট্ট খেলার মাঠ,
পায়ে পায়ে ঘোরে স্বপ্নের তারাবাজি –
খেলার শেষে হাত ধরে রাখে হাত।


পাশে পাশে থাকা, হাতে হাত দিয়ে চলা
শেখায়নি তো কেউ কোনোদিন ওদের
সবুজ মুখের স্বপ্নের ফেরিওয়ালা -
“আমার নয়, এ সব স্বপ্ন মোদের”।


চোখ দেখেনি স্বচ্ছলতার আলো,
জানেনা ওরা পরিবারের মানে,
গোটা চকোলেট একা খাওয়ার সুখ,
শুধু জন্মদিনের মোমবাতিরা জানে।


আমরা শুধু ঘুরে মরি আবর্তে;
“আমার-আমার, তোমার-তোমার” খেলা।
খুদে যীশুদের পথ চলা পাশাপাশি -
আর ইঁদুর-দৌড়েই শেষ আমাদের বেলা।


এ-ও আমাদের এক ধরণের খেলা;
দশটা-সাতটা বাঁধা ঘড়ির কাঁটায়,
তবু কেউ-কেউ ওদের পাশেও থাকে –
সুজন-সৃজন, “স্পর্শের” সাথে হাঁটায়।।

_____________________________________________________________________________


Ankur Chakraborty
About the author: Ankur Chakraborty is a mechanical engineer and IIM graduate working in a leading automobile industry in Mumbai. He is the current chief editor of Kolaj, the yearly pujabarshiki. Apart from his work, he likes networking, socializing, quizzing and writing. Reading is his biggest passion. He is actively attached with Bengalis In Hyderabad from past 8 years and contributed to a greater extent for the present development of the community.




-------------------------------------------------------------------------------------------

Follow Us:

No comments:

Post a Comment