এ-ও বা হয়তো এক ধরণের খেলা;
একটা বই, আটজোড়া চোখ তাতে
লেগে আছে, কাঁপছে চোখের পাতা,
উলটে যাচ্ছে আলতো-ছোঁয়ার হাতে।
এ-ও বা হয়তো এক ধরণের খেলা;
একটা বল, ছোট্ট খেলার মাঠ,
পায়ে পায়ে ঘোরে স্বপ্নের তারাবাজি –
খেলার শেষে হাত ধরে রাখে হাত।
পাশে পাশে থাকা, হাতে হাত দিয়ে চলা
শেখায়নি তো কেউ কোনোদিন ওদের
সবুজ মুখের স্বপ্নের ফেরিওয়ালা -
“আমার নয়, এ সব স্বপ্ন মোদের”।
চোখ দেখেনি স্বচ্ছলতার আলো,
জানেনা ওরা পরিবারের মানে,
গোটা চকোলেট একা খাওয়ার সুখ,
শুধু জন্মদিনের মোমবাতিরা জানে।
আমরা শুধু ঘুরে মরি আবর্তে;
“আমার-আমার, তোমার-তোমার” খেলা।
খুদে যীশুদের পথ চলা পাশাপাশি -
আর ইঁদুর-দৌড়েই শেষ আমাদের বেলা।
এ-ও আমাদের এক ধরণের খেলা;
দশটা-সাতটা বাঁধা ঘড়ির কাঁটায়,
তবু কেউ-কেউ ওদের পাশেও থাকে –
সুজন-সৃজন, “স্পর্শের” সাথে হাঁটায়।।
_____________________________________________________________________________
Ankur Chakraborty |
-------------------------------------------------------------------------------------------
Follow Us: |
No comments:
Post a Comment